আজ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নাচোলে ভোটার তালিকা হালনাগাদ শুরু উপলক্ষে কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার নিউজ

অলিউল হক ডলার, নাচোল থেকে ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটার তালিকা হালনাগাদ শুরু উপলক্ষে কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্টিত হয় । আলোচনাসভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রোকাব উদ্দিন দেওয়ান, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউপি সদসদস্য বৃন্দ, সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, আগামী জুন মাসের ১তারিখ থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। তথ্য সংগ্রহকারীগণ ও সুপার ভাইজারগণকে সঠিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র দেখে ফরম পুরন করার নির্দেশ দেন। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য ৫৭জন ব্যাক্তি প্রশিক্ষণ গ্রহণ করে একাজে নিয়োজিত থাকবেন বলে উপজেলা নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান জানান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com