শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বারবার বন্ধের প্রতিবাদে সোমবার সকাল দশটায় নির্বাচন বাস্তবায়ন কমিটির আয়োজনে
শিবগঞ্জ ডাকবাংলার সামনে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে নভেম্বর ২০২১ দুলভপুর ইউপি নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, সীমানা জটিলতায় কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে কোর্ট, আবার ১৫ ই জুন-২০২২ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, কয়েক দিন যেতে না যেতেই আবার নির্বাচন স্থগিত আদেশ দেন কোর্ট।
এসময় বক্তব্য রাখেন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ সহ অন্যরা
প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন ।
Leave a Reply