নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে ঐতিহাসিক ৬ দফা দাবি দিবস পালন করেছে জয়পুুরহাট জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জয়পুুরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের স্টেশন রোডে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জয়পুুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে,এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ বোস্তামী,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান শোভন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ পিয়াস, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন, বিধান চন্দ্র দাস।
এসময়ে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব ও তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।
Leave a Reply