আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটে মাদক মামলায় আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সাথে তার ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ই জুন) দুপুরে জয়পুুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আরশেদ আলী ওরফে রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত.মজিবর রহমানের ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি এ্যাড. নৃপেন্দ্রণাথ মণ্ডল-পিপি

মামলা সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আরশেদ আলীর বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়।

এসময় ৪০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে পাঁচবিবি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিজ্ঞ তার অভিযোগ প্রমাণিত হওয়ায় জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com