জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা এলাকার সুজাউদ্দিনের আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ । নিহত ওই ব্যক্তি উপজেলার নিমতলা এলাকার আবুল কালাম আজাদের ছেলে সুমন আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সানাউল্লাহ নামের এক ব্যক্তি সেনাবাহিনী চাকরি দেওয়ার কথা বলে ৮ লক্ষ ৭০ হাজার টাকা সুমনের কাছ থেকে নেই। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ক্ষেপন করে চলেই। আর সেই টাকা ফেরত না পাওয়ার আক্ষেপের বসে আজ শনিবার ওই এলাকার সুজাউদ্দিনের আমগাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে সে আত্মহত্যা করে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ওই ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে ওই এলাকার সানাউল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply