তাজরিন খান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াষ্ট্যান্ড, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহা সড়কের উপড় সড়ক দুর্ঘটনায় আঃ মান্নান (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
নিহত আঃ মান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়লাভাঙ্গা মোড়ল টেলা’র মৃত মোসাহাক এর ছেলে।
সোমবার (৪ জুলাই) রাত অনুমান ১টার সময় সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এর সামনে চৌধুরীপাড়া মোড় নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ গামী প্রধান সড়কের উপর অজ্ঞাত গাড়ির সাথে দুর্ঘটনায় পথচারী আঃ মান্নান আহত হোন।
স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রত আহত আঃ মান্নানকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply