এস এম আব্দুল্লাহ,স্টাফ রিপোর্টার: কলারোয়া উপজেলা গয়ড়া গ্রামের কাঁচা বাড়ি ভাঙতে যেয়ে দেয়াল চাঁপা পড়ে জিআর বালিকা দাখিল মাদ্রাসা দপ্তারি আব্দুল সবুর দপ্তারি (৬৫) নিহত।
শুক্রবার সকাল ৭.৩০দিকে কাঁচা বাড়ি ভাঙতে যেয়ে এ দুর্ঘটনা নিহত আব্দুল সবুর দপ্তারি উপজেলার গয়ড়া গ্রামের মরহুম সৈয়দআলী মন্ডলে ছেলে।
মারা যাওয়ার আগে দুই ছেলে এক কন্যা এক স্ত্রী রেখে যান।
নিহতের বড় ছেলে কামরুলজাম্মান জানান ডাক্তারের কাছে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু বরণ করেন।
Leave a Reply