তাজরিন খান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে রুবেল (১৩) নামে এক শিশু ডুবে মৃত্যু হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রুবেল।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে চর মোহনপুরের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, সকালে বাড়ির পাশে রুবেল মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়
Leave a Reply