শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রামে মোজাহার আলীর বাড়িতে ,দুপুর ১:৩০ মিনিটে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে,মামলার বাদি জেরিনা বেগম বলেন, আমার জমি জবর-দখলের উদ্দেশ্যে দুপুর ১:৩০ মিনিটে একাবর,জোসনা বেগম,সয়ব,সাব্বির আশরাফুল সহ ২০-২৫ জন আমার বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট চালায়,আমি সহ বাড়ির আশেপাশের লোকজন বাধা দিলে,মারধর করে জখম করে এবং আমার শোকেস ভেঙ্গে ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা,সোনার আঙ্গটি ও একটি সোনার চেইন নিয়ে যায়,
এই সময় প্রত্যক্ষদর্শী মোমেদা বেগম বলেন,দুপুরের সময় হঠাৎ করে,২৫-৩০ জন মানুষ এসে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়,আরেক প্রত্যক্ষদর্শী মেনুয়ারা জানান,আমরা নিষেধ করতে গেলে আমাদের উপর হামলা চালায়,জেরিনা বেগমের ছেলের বউ জানান দুপুর বেলায় আমার ছোট্ট মেয়েকে গোসল দিচ্ছিলাম এই সময় বাড়িতে ৩০-৪০ জন মানুষ ঢুকে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়।
এই বিষয়ে মামলার আসামী একাবরের সাথে যোগাযোগ করা হলে,তিনি বলেন,আমার মাটিতে বাড়ি নির্মাণ করেছে তাই ভাঙচুর করেছি,আপনি কারো বাড়ি ভাঙ্গতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে কোটের কাগজ আছে,তাই আমি বাড়ি ভাঙচুর করেছি।
Leave a Reply