আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল সাদৃশ্য বোমাসহ আটক-১-দৈনিক বাংলার নিউজ

তাজরিন খান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। যার ফলে অপরাধ চক্র ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। অপরাধিরা দিন দিন নতুন কৌশল অবলম্বন করেও ব্যর্থ হচ্ছে তাদের মিশন।সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে র্্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, রাজশাহী, র‌্যাব-৫,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানাধীন বাটা গ্রামস্থ মফিজ মোড় বাজার এলাকায় মোঃ সোলায়মান মাষ্টার এর আমের বাগানে অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ,কে,এম এনামুল করিম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে সেখান থেকে ককটেল সাদৃশ্য ২৭টি বোমা, ১টি মোবাইল ফোন সহ গোলাপ বাজার বিধাননগর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মোঃ তোতা মিয়া (৪২)কে হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com