আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটে বাস-ট্রাকের ধাক্কায় দুইজন নিহত-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর এক ঘটনায় ট্রাকের ধাক্কায় এক অটো-ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন (৭০) পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই গভীর রাতে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি পৌরসভার খাসবাগুরী কদমতলীতে তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় কয়েকজন যাত্রী আহত হন।

অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন বটতলী নামক স্থানে একটি অটোভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ঘটনাস্থলেই এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়। আর ভ্যানচালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ভ্যানচালক শ্রী জিতেন (৬০) এর অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com