আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে জাতীয় শোকদিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার নিউজ

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় শোক দিবসের প্রস্ততিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে আলোচনাসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীও ১৫আগস্ট জাতীয় শোক দিবস, ৫আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৬তম জন্ম বার্ষিকী ও ৮আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব’র ৯২তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিবসগুলো পালন উপলক্ষে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। প্রস্তুতিসভায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের মাসে সবগুলি অনুষ্ঠান পালন করা। উপ-কমিটির আহ্বায়ক তা পর্যবেক্ষণ করে সকল অনুষ্ঠানের স্থিরচিত্র উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ, দিবসের উপর বিষয় ও বয়স ভিত্তিক শিশু-কিশোরদের বিভিন্ন ইভেন্ট পরিচালনা এবং প্রতিটি ইভেন্টে বিজয়ীদেরকে মূল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান,নাচোল মহিলা কলেজের আধ্যক্ষ ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com