আজ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে কৃষক দলের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ আহত কয়েকজন

তাজরিন খান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির অংগ সংগঠন কৃষক দলের ডাকা বিক্ষোভ মিছিল করার সময় মিছিলকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন পুলিশ অফিসার ও বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহ্জাহান আলি সহ আরো কয়েকজন আহত হয়েছে। প্রত্যক্ষ দর্শীর সূত্রে জানা গেছে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকে বিক্ষোভ মিছিল চলাকালে শিবগঞ্জ পৌরসভা মার্কেটের সামনে পুলিশ বাঁধা দিলে উভয় সংঘর্ষ বাঁধে। এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে এবং লোকজন বাজার থেকে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এ সময় পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুটি মোটরসাইকেল ও ইসলামী ব্যাংকের তিনটি জানালা ভাঙচুর করে একটি অটোরিকশা উল্টে দেয় বিএনপি নেতাকর্মীরা। পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ইটের আঘাতে শিবগঞ্জ থানার এস আই আনাম আলি আহত হয়। পরে তাকে তার সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে বি এনপি দলীয় সূত্রে জানা গেছে সাবেক এমপি অধ্যাপক শাহ্জাহান আলি ইটের আঘাতে আহত হন। তিনি শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করান। এ সংবাদ লিখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিস্থিতি শান্ত আছে। পুলিশ বাজারে টহল অব্যহত রেখেছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com