আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাথায় বাঁধা কাকরা কে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ-দৈনিক বাংলার নিউজ

স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা, প্রকাশ বর্মন (৫৫) এর স্ত্রী বনলতা(৪৫) কে হত্যার উদ্দেশ্য মারধরের অভিযোগ উঠেছে শ্রী প্রকাশ বর্মনের ছোট ভাই শ্রী স্বপন বর্মন এর বিরুদ্ধে। এ বিষয়ে ১নং শ্রী স্বপন বর্মন(৪০), ২ নং শ্রী সজীব বর্মন(১৮) ৩ নং শ্রীমতি সুশকি রাণী (৩৬) এর বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি এজাহার দায়ের করেন প্রকাশ বর্মন। এজাহার সূত্রে জানা যায়, বিবাদীগণ প্রায় সময় সামান্য বিষয় নিয়ে প্রকাশ বর্মনের পরিবারের ওপর ঝগড়া বিবাদ করে। প্রকাশ বর্মনের মেয়ে রিপা বর্মন(১২) এর চুলে বাধা কাকড়া, স্বপন বর্মনের মেয়ে মাম্পির (১৩) মাথায় দেখে নিতে চায়, এ সময় মাম্পি গালিগালাজ করে মাথা থেকে কাঁকড়া খুলে ফেলে দেয় । এ সামান্য বিষয়কে কেন্দ্র করে গত ৮ আগস্ট সন্ধ্যায় ১ নং বিবাদী বাশের লাঠি এবং ২নং ও ৩ নং বিবাদী বাসের লাঠি ও গাছের ডাল নিয়ে স্ত্রী প্রকাশ বর্মনের বাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করে, রিপা বর্মনকে গালিগালাজ করে, এবং মারপিট করার জন্য ধেয়ে আসে। এ সময় প্রকাশ বর্মনের স্ত্রী বনলতা বিবাদীগণ কে গালিগালাজ করতে নিষেধ করলে, ৩ নং বিবাদী বনলতাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে, ও রিপা বর্মনকে কিল ঘুষি মারে। অতঃপর ১ নং বিবাদী তার হাতে থাকা কাড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এমতাবস্থায় স্ত্রী প্রকাশ আগাইতে আসলে ১ নং ও দুই নং বিবাদীদয় প্রকাশ বর্মনকে মারপিট করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন আগাইতে আসিলে, বিবাদীগ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গ্রামবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় বনলতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, এরপর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার বনলতার মাথায় ৮ সেলাই করে চিকিৎসা সেবা প্রদান করেন। এ বিষয়ে বিবাদী স্বপন বর্ননের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com