চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন করেছেন নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় দপ্তরের প্রধান ফটকের সামনে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার দপ্তরের বিভিন্ন দিক পরিদর্শন করে সার্বিক বিষয়াদি সম্পর্কে কৃষি কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে জাতীয় শোক দিবসের বঙ্গবন্ধু পরিষদের প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ¦ আকবর আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মজনু চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক জান মোহাম্মদ, পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম চুটু, সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেন ও সাংবাদিক সফিকুল ইসলাম। বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখাসহ ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু পরিষদের এমরান হোসেন মাস্টারসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ দপ্তর পরিদর্শনে ডিডি
মোঃ সেতাউর রহমান,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন করেছেন নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরে পরিদর্শনে আসেন তিনি। এ সময় দপ্তরের প্রধান ফটকের সামনে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় নবাগত উপ-পরিচালক ড. পলাশ সরকার দপ্তরের বিভিন্ন দিক পরিদর্শন করে সার্বিক বিষয়াদি সম্পর্কে কৃষি কর্মকর্তাকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামানসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply