আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিল মোটরসাইকেল সহ আটক ১-দৈনিক বাংলার নিউজ

মোঃ সেতাউর রহমান,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যার সময় আরআইবি তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ কেরামত আলী এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুরে অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল সহ মোঃ মামুনুর রশিদ (১৬) নামে ১ জনকে আটক করেন।

ধৃত মামুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের
মোঃ খলিলুর রহমান ছেলে। আটককৃত ফেন্সিডিল এবং মোটর সাইকেল সহ আটক আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৯ বিজিবি জানান ।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com