আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড-দৈনিক বাংলার নিউজ

 

নিজস্ব প্রতিবেদকঃ- নিরেন দাস

জয়পুরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

সোমবার(৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন।

কারাদন্ডপ্রাপ্ত মিজানুর রহমান কালাই উপজেলার চকবারই ইটাতলা এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে জেসমিনের সাথে কালাই উপজেলার মিজানুর রহমানের বিয়ে হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর রাতে মিজানুর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আখতার হোসেন ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার ১২ জনের স্বাক্ষী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ