হাবিবুর রহমান জীবন, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দুই উপজেলা পীরগঞ্জ ও হরিপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।আজ বুধবার বিকালে প্রথমে পীরগঞ্জ উপজেলার পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন তিনি।
পরে হরিপুর উপজেলার কারবুলার মাঠেও তিনি শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply