আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে সাঁওতাল জাতিসত্তার লোবান উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক বাংলার নিউজ

অলিউল হক ডলার, নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাঁওতাল জাতিসত্তার কৃষি ফসল কেন্দ্রিক লোবান/নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল তিনটায় নাচোল ইউনিয়নের মহানইল গির্জা প্রাঙ্গনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী আয়োজনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর গবেষণা কর্মকর্তা জামিন টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহামেনা শারমিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাব, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কালচারাল একাডেমীর নির্বাহী সদস্য চিত্তরঞ্জন সরদার,গ্রাম প্রধান নয়ন হেমব্রম, শিক্ষক সুশীল চড়ে,আদিবাসী নেতা যতীন হেমব্রম, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান। বক্তব্যে প্রধান অতিথি বলেন, নবান্ন উৎসব আমাদের বাঙ্গালীর উৎসব। এটি একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। সরকার নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন। তাই আপনাদের উন্নয়নে জন্য মাদক ও বাল্য বিয়েকে না বলতে হবে। নৃগোষ্ঠীর শিক্ষার সহায়তার জন্য সরকার উপবৃত্তিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিচ্ছেন। আলোচনা শেষে পিঠা তৈরি উৎসবের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com