আজ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে এতিম মেয়ের বিবাহের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান-দৈনিক বাংলার নিউজ

 

বিএস বিদ্যুৎ ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের অঙ্গ সংগঠন এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে সার্ভিস প্রোগ্রাম এর আওতায় ২৮ জানুয়ারি/২৩ইং শনিবার সকালে সনাতন ধর্মাবলম্বী এতিম মেয়ের বিবাহের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৭ এর গর্ভনর এপে. এ এইম এম মনোয়ার হোসেন লাভলু, আইপিডিজি ৭ এপে. শাহারুল ইসলাম টিটু, এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর প্রেসিডেন্ট এপে. জিল্লুর রহমান সরকার, আইপিপি এপে. কাজী আসাদুজ্জামান উল্লাস, পিপি এপে. মনোয়ার হোসেন রাজু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আরিফুর রহমান বাবলু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এটিএম আল আমিন তুহিন, সেক্রেটারি এন্ড ডিএনই এপে. মোঃ বদিউজ্জামান বিদ্যুৎ, সার্ভিস ডিরেক্টর এপে. রফিকুল ইসলাম অপু, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মনমোহন সরকার প্রমুখ।
উপকার ভোগী উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতারপাড়া গ্রামের মেয়ের মা মাধবী রানীর হাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ