জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধি: ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমানকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রহনপুর ডাকবাংলো চত্বরে এ সংবর্ধনা দেওয়া হয়। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান। এ সময় বক্তব্য রাখেন, গোমস্তাপু্র উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা,নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন,নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝাল্লু,গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন,জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এবং আওয়ামী লীগ ওঅঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply