চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বিধবা নারীর আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাখি খাতুন নামের এক প্রতারক নারীর বিরুদ্ধে।ভুক্তভোগী নারী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মজলুর রহমানের বিধবা স্ত্রী মুস্তারী বেগম ও প্রতারক নারী কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পাখি খাতুন। এ নিয়ে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয়, পাখি খাতুন উপজেলা সমাজসেবা অফিসের একজন কর্মচারী পরিচয় দিয়ে বিধবা মুস্তারী বেগম ও তার আশেপাশের নারীদের সুবিধাভোগীর ভাতার কার্ড করে দিবে বলে জনপ্রতিজনের নিকট হতে আট হাজার থেকে দশ হাজার পর্যন্ত টাকা নিতে বলেন। তার কথা মত মুস্তারী বেগম পাখি খাতুনকে কয়েক দফায় দুই লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও সুবিধাভোগীদের কার্ড করে না দেওয়ায় টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন ধরনের টালবাহনা শুরু করেন। পরে মুস্তারী জানতে পারেন, পাখি খাতুন সমাজসেবা অফিসের কেউ নন। তিনি একজন প্রতারক। যাদের নিকট হতে টাকা নিয়েছেন, তারা মুস্তারীকে চাপ দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে শিবগঞ্জ নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply