আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মো. ইকলাচ ফকির।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংগঠনটির জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মো. ইকলাচ ফকির সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের বাসিন্দা।
এবিষয়ে মো. ইকলাচ ফকির বলেন, ‘নতুন দায়িত্ব পেয়ে আমি অনেক আনন্দিত। এজন্য দলের জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া সহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সকল নেতা-কর্মীর কাছে দোয়া চাই, আমি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
Leave a Reply