আলমগীর কবির,আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে ফরিদপুর-১ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন।
৯ জুন শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবীরের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, দৈনিক নবচেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ সাখাওয়াত হোসেন।
এ সময় বক্তব্য রাখেন,
আলফাডাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ নজির মিয়া, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট কোরবান আলী,ময়না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. কামাল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক সাতৈর ইউনিয়ন যুবলীগের মো. আকরাম হোসেন (আকিজ)
লায়ন মোঃ সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন অসুস্থতার কারনে আমি এলাকায় আসতে পারিনাই, আপনাদের দোয়ায় এখন আমি অনেকটাই সুস্থ। আল্লাহ তালা যদি সুস্থ রাখেন,তাহলে এখন থেকে সব সময় আপনাদের পাশে পাবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, আমি পেশায় একজন সাংবাদিক।তাই স্থানীয় সাংবাদিক বন্ধুরা আমার শুধু পেশাগত সহকর্মীই নয়,রাজনৈতিক সহযোদ্ধা হিসাবেও আপনাদের কে আমার পাশে দেখতে চাই।
এক প্রশ্নের উত্তরে তিনি জানান বিগত নবম,দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় শক্ত অবস্থানে ছিলেন।সে সময়ে তিনি মনোনয়ন না পেলেও তার নেত্রী শেখ হাসিনা পরবর্তী সময়ের জন্য তাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে আশ্বস্ত করেছিলেন। এর পরই তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন অসুস্থ থাকায় রাজনীতি থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যান।এখন তিনি শারীরিক ও মানুসিক ভাবে পুরোপুরি সুস্থ।তাই দলীয় সভানেত্রীর আশির্বাদের কথা মাথায় রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফের মাঠে ময়দানে সোচ্চার হতে চান বলেই সংবাদ কর্মীদের সাথে তার এ মতবিনিময় সভার আয়োজন।
Leave a Reply