কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় দুইদিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ৩০ জন কৃষক/কৃষাণীদের নিয়ে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন বিন জামান প্রমূখ।
কর্মশালায় কৃষি উন্নয়নের মাধ্যমে কিভাবে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
Leave a Reply