আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বোয়ালমারীর একই পরিবারের ৭ জন নিহত-দৈনিক বাংলার নিউজ

জাহাঙ্গীর আলম
বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।
ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে বাড়ি আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামের একই পরিবারের ৭ জন ভাঙ্গা হাইওয়ে এলাকায় নিহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় আজ শনিবার দুপুরে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় রোড ডিভাইডাওে ধাক্কা লেগে রোগী বহনকারী এম্বুলেন্সে ধাক্কা লেগে এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই রোগী বহনকারী এ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৭ আরোহী আগুনে পুড়ে নিহত হয়।শিবচর হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায় রোগী বহনকারী এম্বুলেন্সটি ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে এপ্রোচ সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে মুহুর্তেই সেটিতে আগুন ধরে যায়। । পরবর্তীতে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব বলেন, ভাঙ্গা হাইওয়ে থানার একটি বার্তার মাধ্যমে জানতে পারি, নিহতরা সকলেই বোয়ালমারীর বাসিন্দা। পুলিশ সহ পরিবারের সদস্যদের ফরিদপুর হাসপাতালে লাশ শনাক্তের জন্য পাঠানো হয়েছে।
নিহতদের পরিবারকে শান্তনা জানাতে নিহতদের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন ও থানা অফিসার ইনচার্য আব্দুল ওয়াহাব সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এ ঘটনার পরে এলাকায় শোকের মাতম চলছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ