আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মিরপুরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন সহ নিহত ৪

 

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর-১ নম্বর কমার্স কলেজ এলাকায় এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে একই পরিবারের তিনজন সহ চারজনের মৃত্যু হয়েছে। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন পাঁচজন।

নিহতরা হলেন- মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরপুর-১ নম্বর কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে চারজন মারা গেছেন। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন পাঁচজন।

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মধ্যে তিনজন একই পরিবারের। এদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে তিনি জানান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ