জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বিরোধপূর্ন জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শনিবার উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বন্দোবস্ত নেয়া একটি খাস জমির দখল নিয়ে ওই এলাকার দুপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতরা হলো- মুসাহাক( ২১),জালাল( ৫০), রিজওয়ান (৫৩), আঃ কাদির (৫৫),যুবায়ের (১৮),রাব্বুল (৪৫), বাবলু( ৩৩),সৈবুর (৩৫), করিম( ৪৯), শফিকুল (৫০), আহসান (৪৫), রশিদ (৪০), নাজির (২০),নাজমুল (৪০), বেলাল (৩০),বাবু (৩০), আঃ মান্নান (৪০),ইসাহাক( ২৪) ও শাহজাদী( ৪০)।আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। মারামারির ঘটনায় একপক্ষ শনিবার বিকেলে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর রহমান।
Leave a Reply