এস এম আব্দুল্লাহ স্টাফ রিপোর্টার:যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম (৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার বহিলাপোতা- মান্দারতলা গ্রামস্থ একটি মাছের ঘেরের পাশ থেকে এ গাঁজাসহ তাকে আটক করে গোড়পাড়া পুলিশ।
আটক জাহাঙ্গীর আলম শার্শার মান্দারতলা গ্রামের নুর মোহাম্মাদ সরদারের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে বহিলাপোতা মাঠ হতে বড় মান্দার তলা গ্রামের দিকে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্যের একটি চালান নিয়ে এসে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই সালাউদ্দীনসহ সংগীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীর আলমকে মাথায় মাদকদ্রব্য বহন বস্তাসহ আটক করা হয়।পরে বস্তার ভিতরে থাকা ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। যাহার মূল্য অনুমান ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।যার মামলা নং-০৫।
Leave a Reply