মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনা-মসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি-পিস শাল চাদর জব্দ করেছে ৫৯ বিজিবি।
স্বাধীনতা আন্দোলনের সময় বিজিবি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আজো জাতির কাছে গ্রহণযোগ্যতা বজায় রেখে চলেছে। স্বাধীন সার্বভৌম দেশকে বাঁচাতে প্রতি ইঞ্চি মাটির পবিত্রতা রক্ষা করে চলেছেন বিজিবি সদস্যরা। দেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিতে জোয়ানদের অপরিসীম গুরুত্ব বেড়েছে। নিজের জীবন দিয়ে হলেও চোরাকারবারীদের সকল নীল নকশা প্রতিহত করে চলেছে। অবৈধ পন্থায় নিয়ে আসা মাদক, অবৈধ অস্ত্র, বস্ত্র টহল দলের আটক অভিযানের সফলতা অব্যাহত রেখে মানুষের আস্থাভাজন হয়ে গেছে। ধারাবাহিকতায় ৮ নভেম্বর সকালে কোটি টাকার অবৈধভাবে আসা ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি সদস্যরা।
প্রেস ব্রিফিংয়ে ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান , মঙ্গলবার ৭ নভেম্বর আনুমানিক রাত পৌনে ১২টায় সোনা মসজিদ বিওপির নায়েক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল ট্রাক তল্লাশি করার সময় ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। বুধবার ৮ নভেম্বর সকাল দশটার সময় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও কাষ্টম কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০০ বস্তা চায়না-ক্লে পাউডারের নিচে ২৭০ পিস ভারতীয় শাড়ি, ৯১০ থ্রি পিস এবং ১৭০০ পিস শাল চাদর জব্দ করা হয়। আমদানি-কারক মুকুল ট্রেজার্স এর প্রোপ্রাইটর রফিকুল ইসলাম। জব্দ-কৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এসময় উপস্থিত ছিলেন, সোনা-মসজিদ কাস্টমস এর রেভিনিউ অফিসার ইউনুস আলী, সহকারী রেভিনিউ অফিসার কাস্টমস নাসির উদ্দীন সহ অন্যান্যরা।
Leave a Reply