রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
২৪ জানুয়ারি (বুধবার) দুর্গাপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।এতে নেতৃত্ব দেন দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র।
বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ”ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী দুর্গাপুর বাজারের মেসার্স রাকিব এন্টার প্রাইজকে ৫ লিটার মেজার্সে জ্বালানি তেল ১০০ মি. লি. কম প্রদান করায় ৩ হাজার টাকা টাকা এবং ওজনে কম প্রদান করায় মেসার্স এরশাদ এন্টার প্রাইজকে ১০ হজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দূর্গাপুর বাজারের বিভিন্ন মাছের দোকান ও মুদিখানা দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল পরিমাপ করে সঠিক পাওয়া যায়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী অফিসের পরিদর্শক (মেট্রোলজি) আবুল কায়েম।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।যাতে করে কোনো অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করতে না পারে।
Leave a Reply