আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইস চেয়ারম্যান হয়ে আলফাডাঙ্গাবাসীর সেবা করতে চান—–কাজী শহিদুল ইসলাম সজল

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সামর্থন চাইলেন আলফাডাঙ্গা উপজেলার ঐহিয্যবাহী কাজী পরিবারের সন্তান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা কাজী শহিদুল ইসলাম সজল।
আলফাডাঙ্গা উপজেলার জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চাই।
সজল ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের ভাতিজা ও বানা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান কাজী হারুন অর রশীদের ছোট ছেলে।
সজল আলফাডাঙ্গাবাসীর দুঃখ-কষ্ট, হাসি-কান্না সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে এগিয়ে চলেছেন দুর্বার। সমালোচকদের বৃদ্ধঙ্গলি দেখিয়ে সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে সর্বদাই অগ্রসর তিনি।
তিনি পরিশ্রমী, পরোপকারী, উদ্দোমী যুবক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুন আওয়ামী নেতা। ছাত্রজীবন থেকে তিনি রাজপথে আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
একান্ত আলাপচারিতায় কাজী শহিদুল ইসলাম সজল জানায়, আলফাডাঙ্গা উপজেলার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমার চাচা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আমার পিতা কাজী হারুন অর রশীদ বানা ইউনিয়ন থেকে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি এলাকাবাসীর সেবা কি ভাবে করতে হবে। আপনার সামর্থন থাকলে আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়ে সেবা করতে চাই। ইতিপূর্বে আমি সব সময় এলাকাবাসীর আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই। আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সামর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের সেবা করতে চাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।
মো.ইকবাল হোসেন, তারিখ: ২৫/০১/২৪, মোবাইল: ০১৭২২২৪৭৩৪৫

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com