আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে মানবসেবা সংস্থা গৌড় ম্যাংগো সিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকা পালিত-দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

বৃক্ষ রোপণ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে শিবগঞ্জে মানব সেবা সংস্থা গৌড় ম্যাংগো সিটির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ একাডেমীর মোড়ে এতিমখানায় এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর শুরুতেই ম্যাংগো সিটির প্রধান উপদেষ্টা নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান এতিমখানার নিজস্ব জমিতে বৃক্ষরোপন করেন। অত:পর এতিম খানা চত্বরে ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা আলমগীর জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা: মাহফুজ রায়হান বলেন আমাদের প্রত্যেকের উচিত নিজস্ব গন্ডি থেকে এতিমদেরকে সাহায্য করার মাধ্যমে তাদেরকে মানুষ হওয়ার সুযোগ প্রদান করা। যা আলমগীর জয় পালন করে সমাজে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে।তিনি আরো বলেন আলমগীর জয়ের এ ধরনের কাজে তার পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদাদাতা সফিকুল ইসলাম.শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানা সহ বিভিন্ন মিডিয়া কর্মী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা শেষে ৩৫জন এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com