সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার শাহাজাতপুর উপজেলায় বাঘাবাড়ি ওয়েল ডিপোতে চোর প্রবেশ করে তেল চুরি করতে গেলে একজন আনসার সদস্য দেখতে পেয়ে দায়িত্বরত আনসার সহঃ কমান্ডার আনসার মোঃ শান্ত ইসলামকে ফোন দিয়ে বিষয়টি বললে,তার নেতৃত্বে ২৯-০১-২০২৪ আনুমানিক রাত্রি ১১:৩০ মিনিটে ক্যাম্প থেকে আরো কিছু আনসার সদস্য ও অস্ত্র নিয়ে চারিদিকে ঘেরাও করে ২ জন চোরকে হাতেনাতে ধরে, এবং ঘটনাটি সাথে সাথে বাঘা বাড়ি ওয়েল ডিপুতে কর্মরত ওয়েল ডিপো ম্যানেজার অফিসার আবুল ফজল মোহাম্মদ সাদেকিন কে জানানো হলে, তিনি শাহাজাতপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
Leave a Reply