আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে থানা পুলিশের ওপেন হাউস-ডে পালিত-দৈনিক বাংলার নিউজ

 

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জঃ
“পুলিশই-জনতা জনতাই পুলিশ” এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া, চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com