জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধি:
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ “বসন্ত”। ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরুপ রুপে। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে,বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান,
ভ্রমর ও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা।বুধবার (১৪ ফেব্রুয়ারি)পহেলা ফাল্গুন।
চাঁপাইবাবগঞ্জের রহনপুর মহিলা কলেজ কতৃক আয়োজিত বসন্ত বরণ ও পিঠা উৎসবে ফাল্গুনের প্রথম সকালে কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর। দিনব্যাপী এ আয়োজনে সংক্ষিপ্ত আলোচনায় মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধাক্ষ আসলাম হোসেন, প্রভাষক সারওয়ার হাবিব প্রমূখ।
দিনব্যাপী উৎসবে প্রতিষ্ঠানের ছাত্রীদের অংশগ্রহণে আবহমান বাংলার সংস্কৃতি ঋতুরাজ শীতের ঐতিহ্যবাহী বাহারি পিঠাপুলি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে মুগ্ধ কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুধীজন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবকগণ। শিক্ষার্থীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী পিঠাপুলির মূল্যায়ন করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক সুলতানা নার্গিস, প্রভাষক সামরিন, প্রভাষক মরিয়ম খাতুন ও প্রদর্শক ফাতেমা খাতুন। মূল্যায়ন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের আয়োজনে বসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply