আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষেতলালে সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ”নিয়োগ পরীক্ষার স্থগিত-দৈনিক বাংলার নিউজ

 

নিজস্ব প্রতিবেদক:- নিরেন দাস

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদের জামুহালী চশমায়ে উলুম দ্বি- মুখী আলিম মাদ্রাসার সভাপতিএবং বড়তাড়া ইউঃপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন ও অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এছাড়া অবৈধ নিয়োগ বোড বন্ধের দাবিতে (১৫ইফেব্রুয়ারি) সন্ধ্যায় রুহুল আমিন facebook আইডিতে নিয়োগ বোর্ড বন্ধের দাবিতে সকল প্রশাসনিক কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে৷ এই পোস্টটি করেন৷

অভিযোগে স্থানীয় সূত্রে জানা যায়৷ উপজেলার জামুহালী উলুম দ্বি -মুখি চশমায়ে আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ সহ চতুর্থ শ্রেণীর পাঁচটি পদে নিয়োগ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন মাদ্রাসার সভাপতি বড়তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহানউদ্দিন ও মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের রেজাউল করিম৷ তাদের যোগ সাযোগে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দানে স্থানীয়রা ফুসে উঠেছে। উপাধ্যক্ষসহ নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক কাম হিসাব সহকারী আয়া নিরাপত্তা প্রহরী একজন করে মোট পাঁচজনকে অবৈধভাবে অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করার চেষ্টা করছে বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়৷ যেকোনো সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে উল্লেখ্য করে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে ফেসবুকে একাধিক পোস্ট৷ করা হয়৷

শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায় নিয়োগ বোড স্থগিত করে গেটে নোটিশ টাঙ্গানো হয়েছে। নোটিসের আলোকে নিরাপত্তা প্রহরী হামিদুল ইসলাম বলেন, আজকে শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিয়োগ বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল আমি মুঠোফোনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি৷ মাদ্রাসার দপ্তরি এসে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে৷ অনেক পরীক্ষার্থীরা এসে বন্ধের কারণে চলে যাচ্ছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, এই মাদ্রাসার নিয়োগকে ঘিরে প্রায় চার-পাঁচ বারের মতো একই ঘটনা ঘটিয়েছে মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দূর্নীতিবাজ সভাপতি ও অধ্যক্ষ যতোদিন জড়িত থাকবে ততোদিন এমন কর্মকাণ্ডই ঘটবে এটা স্বাভাবিক। এদের মতো দূর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছে তারা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের মোঃ রেজাউল করিম রেজার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়৷

মাদ্রাসার সভাপতি বড়তারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাংবাদিকদের জানান

আমি ওই মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমার কিছু জানা নেই তবে মাদ্রাসার অধ্যক্ষ আবু নাছের রেজাউল করিম এ বিষয়ে অবগত আছেন৷ এই ঘুষ দুর্নীতির বিষয়ে আরো বিস্তারিত আসছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com