আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কার্যালয় উদ্বোধন -দৈনিক বাংলার নিউজ

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের (বিইএফ) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাতে আলফাডাঙ্গা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন এলাকায় লাল ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুর রহমান।

এসময় বিইএফ’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিইএফ’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হারুনুর রশীদ, মো. কামরুল হক ভূঁইয়া, বিইএফ’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রামিম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শেখ, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ্সহ বিইএফ’র উপজেলা শাখা কমিটির পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বিইএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত দেশব্যাপী ইলেকট্রিশিয়ানদের একমাত্র সংগঠন। সংগঠনটি ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাসহ অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com