আজ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালন-দৈনিক বাংলার নিউজ

জাকির হোসেন সনি
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ৯ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। “সঠিক তথ্যে ভোটার হব-স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জিয়াউর রহমান এমপি। উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সুধীজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মী।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com