আজ ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রমজান উপলক্ষে গোমস্তাপুরে বাজার মনিটরিং-দৈনিক বাংলার নিউজ

জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত এ মনিটরিং ব্যবস্থার জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২ মার্চ) সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যবসায়ীদের সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মনিটরিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।
এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট কিংবা মজুদ করে মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকতে সতর্ক করার পাশাপাশি মূল্যের তালিকা প্রদর্শন নিশ্চিতে গুরুত্ব আরোপ করা হয়।
বাজার মনিটরিং ব্যবস্থার পরিদর্শনের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
এই সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে ভোগ্য পণ্য কিনতে পারেন সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে। সেই সঙ্গে কেউ কোন সিন্ডিকেট তৈরী কিংবা মজুদ করলে তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা নিশ্চিত করেন তিনি। সেই সাথে ব্যবসায়ী নেতাদের ও সচেতন মহলে সহযোগিতা কামনা করেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com