আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সুস্থ সবল জীবন গড়ি বাল্য বিয়ে প্রতিরোধ করি

আহসান হাবীব (রনি) (চাঁপাইনবাবগঞ্জ): প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে সংলাপ সভা হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক সংলাপে সহকারী প্রধান শিক্ষক মোঃ আনারুল হক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ রবিউল ইসলাম , বিশেষ অতিথি বাবল ইসলাম কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আব্দুল মমিন মোঃ আব্দুল খালেক , ইউপি সদস্য ৮ নম্বর।
সংলাপে উদ্দেশ্য ও অংশগ্রহনের গুরুত্ব এবং স্থানীয় প্রতিনিধিদের করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলার
শিবগঞ্জ উপজেলা কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পী এবং তাহার সঞ্চালনায় সংলাপে বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজ্বী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com