আজ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা-দৈনিক বাংলার নিউজ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে অসহায়দের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন ইব্রাহিম হোসেন নামে এক যুবলীগ নেতা।

শনিবার ও রোববার রাতে পৌরসভার মিঠাপুর কলেজপাড়া এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের তিন শতাধিক পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পৌঁছে দেন তিনি।

মানবিক এই উদ্যোগের বিষয়ে মো. ইব্রাহিম হোসেন জানান, ‘ঈদের আনন্দ শুধু ধনীদের বা সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে, সেটি যেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষসহ সমাজের সকল শ্রেণির মাঝে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্য বাস্তবায়ণে প্রতিবছরের ন্যায় এবারও উদ্যোগ গ্রহণ করেছি।’

দিনের বেলা না দিয়ে রাতে সহায়তা দেয়ার কারণও জানিয়েছেন ইব্রাহিম হোসেন। তিনি বলেন, ‘সমাজে এমন মানুষ আছে, যারা কখনও হাত পাতেননি। লজ্জায় সহায়তা নিতে পারেন না। তাদের সম্মানের কথা ভেবেই দিনের আলোতে না দিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।’

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু জানান, ‘গত সাত বছর ধরে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন প্রতি ঈদে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে অনেকটা নীরবে ঈদ উপহার পৌঁছে দেন। এছাড়াও শীতের সময় শীতবস্ত্র বিতরণ ও করোনাকালীন পরিস্থিতিতেও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।’

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com