আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগমারায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর গোবিন্দ মন্দির, রাজবাড়ী ও তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামের অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। পরে তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাগমারায় শতভাগ বয়স্ক, বিধবা-প্রতিবন্ধী ভাতা, একটি ডায়াবেটিক হাসপাতাল ও তাহেরপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মুনসুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যাপক জাহিদ ইকবাল, মাসুদ রানা, সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শোভন, ছাত্রনেতা মিলন, রজত দাস, যুবলীগ নেতা সোহেল রানা, আসাদুল, আকরাম বিদুৎ, রিপন, হাবু, মিঠন, ছাত্রনেতা মজিদ, কুরবান খাঁ, শিশির আনোয়ার, মোয়াজ্জেম হোসেন, মুকুল, সাগর, মারুফ মৃথা, ব্যাংকার আবু তালেব, রকি, আল আমিন, রানা, রুবেল, মিনহাজ, যুবনেতা সালাউদ্দিন, মাজেদ, তৌমিজ ও ছাত্রলীগ সভাপতি সন্দীপ রায়সহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com