আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সদরপুরে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

 

সনতচক্রবর্ত্তী ফরিদপুর

 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চড় আড়িয়াল খাঁ এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই দুই যুবক হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মৃত আজিত মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৩০) ও একই এলাকার আঃ গনি শেখ এর ছেলে সোহেল শেখ (৪০)।

জানা যায়, গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চড় আড়িয়াল খাঁ এলাকার আলাউদ্দিন মাস্টারের বাড়ির সামনের রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের শেষে আজ শনিবার (২৩ মার্চ) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com