আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

একটি কালরাত্রি অতঃপর স্বাধীনতা

– এসকে এম হেলাল উদ্দিন
তারিখ:- ২৬/০৩/২০২৪ ইং

শেষবার মায়ের স্তন পান করে শিশুটিও গভীর ঘুমে,
দিনভর নানা কাজের ক্লান্তিতে একটু প্রশান্তির আশায় ঘুমিয়ে আপমর জনতাও..
হঠাৎ গগন বিদারী বিকট শব্দ, কম্পিত সারা বাংলা
ঘাতকের বুলেটের শব্দে
নির্মম নির্দয় পাশবিক খেলায় মেতেছে নরপশুর দল
কেউ বুঝেনি কি হচ্ছে, বুঝার কথাও না..
গভীর ঘুমে আচ্ছন্ন সমগ্র বাংলা।
আকাশ বাতাস হঠাৎ করুণ সুরে কম্পিত,
চারিদিকে আত্মর্নাদ, হৃদয় বিদারী চিৎকার।
নিরহ ঘুমন্ত বাংলার ঘরে ঘরে নির্বিচার হত্যাযজ্ঞ
অট্টহাসিতে মেতেছে ঘাতকের দল।
কে কোথায় , কে আছে কে নাই
কোন খবর নেওয়ার সময়টুকুও নেই কারো কাছে
নরপশুদের ভয়াল বর্বতায় নিরব নিস্তব্ধ চারিদিক।
কাপুরষ ! এরাই তো কাপুরষ
ঘুমন্ত জাতির উপর পৈশাচিক হত্যাযজ্ঞের খলনায়ক।
ওরা বুঝে গেছিল সে দিনই, যেদিন দেখেছিল
তর্জনীর ঐ হুঙ্কার!
ঐ তর্জনীর হুঙ্কার রুখতে গভীর ষড়যন্ত্রে চারিদিকে নির্মম হত্যাযজ্ঞ।
বর্বর অতর্কিত হানার রাহুগ্রাস ধানমন্ডির বত্রিশ নম্বরেও!
বাঙালির স্বাধীনতার দ্বার রুদ্ধ করতে নিঃশেষ করতে হবে বঙ্গবন্ধুকে,
গ্রেফতার ! বঙ্গবন্ধুকে গ্রেফতার করলেই দমে যাবে বাঙালি ।
এ আশায় গুড়ে বালি নরপশু পাক হায়েনাদের,
গ্রেফতারের প্রাক্কালে চুড়ান্ত স্বাধীনতার ঘোষণা দিলেন জাতির পিতা..
সমগ্র বাংলা আর সারাবিশ্বে ছড়িয়ে পড়লো বাংলার স্বাধীনতা সংগ্রামের ডাক, এলো অবশেষে বাঙালির প্রাণের স্বাধীনতা ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com