আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাচোলে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

অলিউল হক ডলার:
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।ভোরে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, শহীদ পরিবার, বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষিকাদের বালিশ খেলা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার,পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্কুল-কলেজের প্রধানগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com