আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাককাটিতলা ক্রিকেট দলকে ৯৭ রানে হারালো কানসাট ক্লাব

 

মহি মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার কানসাট ক্লাব স্টেডিয়ামে আজ দুপুর ২:৩০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ ২য় বিভাগ ক্রিকেট লীগের প্রস্তুতি হিসেবে কানসাট ক্লাব ক্রিকেট দলের আয়োজনে টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।
উক্ত ম্যাচে নাককাটিতলা ক্রিকেট দলের সাথে মোকাবিলা করে কানসাট ক্লাব।

টসে জয় লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই কানসাট ক্লাবের দলীয় অধীনায়ক।
খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও ৪ ওভারের পর বৃষ্টি হানা দেয়,পরবর্তীতে ২ দলের সাথে কথা বলে ২ ওভার কমিয়ে ১৮ ওভারে অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ১৮ ওভার খেলে কানসাট ক্লাব ক্রিকেট দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৯ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করে রিটায়ার্ড নেই সুমন।

১৮০ রানের লক্ষ্য মাত্রায় খেলতে নেমে নাককাটিতলা ক্রিকেট দল নিয়মিত উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যে পরে। নির্ধারিত ১৮ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান এতে সহজ জয় লাভ করে কানসাট ক্লাব।

টি-টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কানসাট ক্লাব ক্রিকেট দলের মোঃ সুমন

স্কোরঃ
কানসাট ক্লাব: ১৭৯/৫(১৮ ওভার)
নাককাটিতলা: ৮২/৯(১৮ ওভার)
ফলাফলঃ কানসাট ক্লাব ৯৭ রানে জয়ী।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com