অলিউল হক ডলার,নাচোল:
আসন্ন নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে-৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা সহকারি রিটানিং অফিসার দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার তফশীল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম। ভাইস চেয়ারম্যান পদে (বর্তমান ভাইস চেয়ারম্যান) মশিউর রহমান বাবু,দুরুল হোদা, কামাল উদ্দিন ও মো. আশরাফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুন নাইম মুন্নি (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) শামীমা ইয়াসমীন লিপি ও রাসেদা খাতুন রুনা মনোনয় পত্র জমা দিয়েছেন। আগামী ৮ মে /২৪ তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply