অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সর্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে নাচোল উপজেলা পরিষদ ভবনের সিড়ি ঘরের পাশে সর্বজনীন পেনশন স্কিম বুথ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, সহকারি কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বিকেলে এ বিষয়ে নাচোল সদর ইউনিয়নে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।নাচোল ইউউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ,কে,এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার ও সোনালী ব্যাংকের ম্যানেজার ফারুক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। অনুষ্ঠান শেষে বিকালে উপজেলা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৫হাজার ১’শ জন কৃষকের মাঝে প্রনোদোনার সার ও বীজ বিতরণ করেন জেলা প্রশাসক এ,কে,এম গালিভ খাঁন। ।
Leave a Reply