অলিউল হক ডলার :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এস,এন,এস ক্যাফের ১ম বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। আজ শনিবার বাদ মাগরিব বাসস্ট্যান্ড মোড়ে ক্যাফের ছাদে নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক আমাদের সময় এর নাচোল প্রতিনিধি নুরুল ইসলাম বাবু। স্বাগতম বক্তব্য রাখেন এসএনএস ক্যাফের স্বত্বাধিকারী ও উদ্যোক্তা সারোয়ার জাহান ও সাকিল। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার এল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি ও গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমির পরিচালক অলিউল হক ডলার। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply